মোটিভেশনাল স্পিচ দিতে আসা
লিলিপুট পেয়ে ঝুঁকি,
মুখস্থ সব বিদ্যার জোরে
বিশ্বাস গড়ে সুখী।
সৃষ্টির দোষে ক্রমাগত ছোট
পৃথিবী বিশাল দেখায়,
বিদ্যার দোষে বাড়িয়ে চড়িয়ে
যা জানে সেটাই শেখায়।
"আই ওপেনার" বিশ্বাস করে
গরুকে খোয়াড়ে ডাকে,
বুদ্ বুদ্ ভেঙ্গে গন্ডি ভাঙ্গার
ভুলের মধ্যে থাকে।
বক্তৃতা শেষে ভাবে অডিয়েন্স
আজকে অনেক শিখলো,
সেয়ানা বাঙালি বুঝেও বলেনা,
নীরবে তামাশা দেখলো।