অ‌বেলায় স‌বে ঘুমটা এ‌সে‌ছে,
যা বলার সেটা বল‌বেই,
ঘুম না‌কি জে‌গে কেয়া‌রি না‌থিং,
ঘুম হ‌লে ভে‌ঙে তুল‌বেই।
রাত তিনটায় সব‌কিছু সে‌রে,
যখন ঘুমা‌তে আ‌সে,
ঘুম নাই, শু‌নি কষ্ট ভুল‌তে,
টিক্ টক্ দে‌খে হা‌সে।
এভা‌বে কিভা‌বে? কর্ণকুহ‌রে,
মন্ত্রণা কত ভ‌রে‌ছি,
কিচ্ছু চাই‌নি তার কা‌ছে, তার,
ভা‌লোটা চে‌য়েই ম‌রে‌ছি।