"আমার জন্য পাগল এরা,
পৃথিবী আমারে চায়,"
কার কোন্ কাজে কিভাবে খেটেছে,
একে একে বলে যায়।
গোপন কথাটা থাকেনি নীরবে,
গোপন প্রকাশ হয়,
নগদে নগদে বুঝিয়ে দিয়েছে
কেউ তো কারোর নয়!
মানতে এখনো কষ্ট হচ্ছে,
কেন তারে কেউ চায় না,
মুখোমুখি বসে দুইটা বেকুব,
মাঝখানে এক আয়না।