মীরজাফর যে আনাচে কানাচে
কেউ বলে নাই, বুঝেছি,
তুই নাই, তোকে হন্যে হয়ে
পাগলের মতো খুঁজেছি।
শত্রুর বাস নিজের ভেতরে
যুদ্ধ যুদ্ধ খেলায়,
তুই কই, তোর খবর পেলাম,
আমার সন্ধ্যাবেলায়।
ক্লান্ত চোখের তারায় প্রশ্ন :
এখন খবর হয়?
দেখিসনি তুই তোদের হাতে
আমার পরাজয়?