চৌরাস্তার সিগন্যাল ট্র্যাপে
জানালায় মাথা কুটবেই,
ঝড়ের বেগে সুরে বা বেসুরে
নিবেদন ছোটে, ছুটবেই।
টিনের থালায় হাত পাতে যদি,
সিকিটা, আধুলি জুটবেই,
ধাতুর সাথে ধাতুর দেখায়
"ঠন্ ঠন্" বোল্ ফুটবেই।
চাইছে ভিক্ষা যদিবা লুটেরা
ভেতরে ভাবে যে লুটবেই,
লুটেরার মতো ভিখারী চায় না,
চাইলে ভুলটা টুটবেই।