আমার কাছে ভালো থাকা মানে
কাগজে কবিতা আঁকা,
ভালো থাকা মানে অম্লজানে
ডুবে ডুবে বেঁচে থাকা।
কাল সারারাত ঘুম আসেনি,
চোখ লেগে যায় ভোরে,
বৃষ্টি নিয়ে ভালোই ছিলাম
মিথ্যা কথার ঘোরে।
তোমার মতোই বৃষ্টি আসেনি,
ঘোর কেটে গেলে বুঝি,
কেউ না এলেও অম্লজানের
যোগাড়-যন্ত্র খুঁজি।