বেঁ‌চে থাক‌লে আ‌মি,
আগামী শী‌তেও
লালন এর দেয়া
সো‌য়েটার পর‌বো;
বেঁ‌চে থাক‌লে আ‌মি,
আগামী ফেব্রুয়ারিতেও  
লালন এর চি‌নি‌য়ে দেয়া
প্রকাশকের পেছ‌নে ছুট‌বো।
বেঁ‌চে থাক‌লে আ‌মি,
আজ রাত বা‌রোটাতেও
রোজকার ম‌তো
একটা ক‌বিতা পোস্ট কর‌বো;
বেঁ‌চে থাক‌লে আ‌মি,
মে‌সেঞ্জা‌রে
লালন এর সা‌থে আমার
পুরা‌নো ক‌থোপকথন পড়‌বো।
শুধু লালন ই নাই।
জীব‌নে অ‌নেক ব‌কে‌ছি তা‌কে।
বিশ্বাস ক‌রো,
ছোটভাই এর ম‌তো
ভা‌লোও বে‌সে‌ছি তা‌কে।

উৎসর্গ : সম্মা‌নিত ক‌বি
           দেওয়ান লালন আহ‌মেদ।