শয়তান করে হয়রান, লাগে
কথায় কথায় ভয়,
কখন কথারা কথায় কথায়
আমার শত্রু হয়।
সাত চড়ে রই প্রথা মেনে চুপ,
আট চড় আর সয় না,
পেটের ভেতরে মোচড় পাকায়
যখন হজম হয় না।
চোর হতে লাগে কেষ্টা নামটা
কাঠগড়াটায় তোলে,
আট চড়ে সব "লৌহ কপাট"
কথায় কথায় খোলে।
হাওয়ার ওপর দেখবে কথায়
কথায় মামলা দাঁড়ায়,
ধর্মের কল কেষ্টাই দ্যাখো
শয়তান ছাড়া নাড়ায়।