কোকিল হওয়ার চেষ্টা করিনি,
কাক করেছিল পারেনি,
কিচ্ছু হয়নি ভাব নিয়ে চলে,
অথচ আঘাত সারেনি।
এইসব কাক, কোকিলের দর,
হাওয়ায় হাওয়ায় বাড়ায়,
জাত্যভিমানে দেখতে দেখতে
কোকিলও মাত্রা ছাড়ায়।
একদিন দেখি আমার ঘরেও
কোকিল কোকিলা হাঁটছে,
কি দিয়ে কি রাঁধি বোঝার জন্য
এটা ওটা সেটা ঘাঁটছে।
বকধার্মিক জ্ঞান দিতে এলে
চুপচাপ আগে শুনলাম,
কেউ একজন বিপদে পড়েছে,
দিবালোকে তারা গুনলাম।
আমার রেসিপি শুনতে চায় না,
ধরে বেঁধে ধরে শোনালাম,
বিপদে আমি না, বিপদে কোকিল,
গোনা তারা ফের গোনালাম।
কোকিলের কিছু উকিল আছে
কোকিল হওয়ার আশায়,
কোকালতি করে রিটায়ার্ড হার্ট,
আজকে সবাই বাসায়।