তোমার পায়ের ছাপ পড়েছে,
কপালে সে ভূমি ছোঁবো,
কোন এককালে শখ ছিল বড়ো,
তোমার মতোই হবো।
জামা-জুতো ছোটো, আমি বেড়ে বড়ো,
আগের আরাম পাই না,
আজকাল আমি, আমি হয়ে গেছি,
তোমার আসরে যাই না।
জানা নাই তুমি কোথায় যাচ্ছো,
কার সাথে,কোন্ বহরে,
তুমি ছাড়া আমি ভালোই আছি,
একাকী কদম প্রহরে।