পায়ের ব্যায়াম হয়নি বলেই
কিকের পরে কিক্ ,
চালক ছোটায় মেজাজ হারিয়ে
গন্ধ গন্ধ ধিক্ ।
খিস্তি খেউড় হজম হয়না,
নিউটন কই থাকবে ?
প্রত্যেক কিকে পাল্টা খেউড়
সূত্রের মান রাখবে।
কিক্ মারলেই ঘ্যান্ ঘ্যান্ করে
বাহন কিছু তো বলছে,
চালক, বাহন, খেউড়, পাল্টা
খেউড়ে দুনিয়া চলছে।