সামনের সারি
ফাঁকা, তারা বলে,
ভর্তি কানায় কানায়,
পেছনের সারি
দেখিয়ে বলছে,
ওখানে আমায় মানায়।
ভিখারি নই তা
জোর দিয়ে বলি,
চেহারা কি যেন আনায়,
মানিব্যাগভরা
সীমাবদ্ধতা,
আমারে ভিখারি বানায়।
উঠলাম আমি,
থাকতে চাইনা,
এমন বেশ্যাখানায়,
ঢিল মারি তোকে,
তোর খয়রাত,
আমার কচুরিপানায়।