কার কাটা ঘায়ে কে নুন ছিটায়,
জানিনা, কি মানি, মানিনা,
কার কেরামতি ঘুমটা ভাঙায়
ঘুমিয়ে ছিলাম, জানিনা।
ঘুমিয়ে ছিলাম, আসতে চাইনি,
চোখ ডলে পিছু পিছু তাই,
বুকপিঠ সব এক করে দিয়ে
থুয়ে দেখি আর কিছু নাই।
কেউ কেউ পড়ে রাস্তায় নড়ে,
কেউ কেউ দেখি নড়ে না,
ফকিরের কোন কেরামতি নাই,
বক মরে তবে ঝড়ে না।