নাতাশা আমার কিচ্ছু লাগে না,
লাগলে সে কথা লিখতাম,
কখনো কখনো শ্রোতা হয়ে তাকে
খবর পড়তে দেখতাম।
খবরের মাঝে ইন বিটুইন,
যে খবর ছিল লুকানো,
কর্কট রোগ পিছু নিয়েছিল
জানতে পারিনি কখনো।
তিন বছরের যুদ্ধের পর
সব শেষ রাত তিনটায়,
সুপন রয় এর স্ট্যাটাস ঘাটিয়ে
জানলাম আজ দিনটায়।