য‌দি কিছু তা‌রে জানাবার থা‌কে,
বার্তায় লি‌খে রা‌খি,
বাত্ চি‌ত ক‌রে কিচ্ছু হ‌বে না,
ভাবনায় ডু‌বে থা‌কি।
বাঁধ গ‌ড়ে নদী আটকাই আ‌মি,
সত্য মিথ্যা ব‌লে,
কিন্তু কথা সে বল‌বেই জা‌নি,
যদ্দিন শ্বাস চ‌লে।
ভাব‌ছো বোলতা হুল না ফু‌টি‌য়ে,  
বল‌ছে কি জ‌নে জ‌নে?
ফু‌লের বাগা‌নে সাপ ঢু‌কে‌ছিল,  
ফু‌লের আমন্ত্র‌ণে।