গুলি কেন করো বলবে?
ভাষার দাবীকে
মানতে চাওনি
বুলেটের ভাষা চলবে?
ভাষার দাবী,
মাটির দাবী,
দাবায়ে রাখতে হন্যে,
পতাকায় লাল
বুকের রক্ত
গুলির সৌজন্যে।
তাকাও সবখানে,
পিছিয়ে পড়েছো
সবদিক দিয়ে
সবাই সব জানে।
কেন তা হয়েছে কই?
শেয়াল, শকুন,
তোমার মতো
আমরা কখনো নই।
: প্রেতাত্মাকে / ফারহাত আহমেদ
আজ "মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উপলক্ষে রাত্রির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর আমার কর্মক্ষেত্রের পথকে ক্যানভাস বানিয়ে কিছু সতীর্থসহ রং তুলি নিয়ে উপরে লেখা কবিতাটা আঁকতে বসলাম, আঁকলাম।