"নালায়েক" কেউ এখন বলেনা,
হয়তো লায়েক হয়েছি,
ওপর, নীচে, বেল্ট বরাবর,
অনেক লাত্থি সয়েছি।
"বেয়াদব" ডেকে আদব কায়দা,
নাই কেন চায় জানতে,
"বেশরম" নই, তবু তা বানিয়ে,
বাধ্য করে তা মানতে।
ঠাস্ করে গালে থাপ্পড় মেরে
আমার খাতাটা খুললাম,
নিরামিষ থেকে মাংসাশী হয়ে
খেলাটা জমিয়ে তুললাম।