জানতে চাইলে দূরাত্মা হও,
ছলের অভাব পাই না,
হাওয়াই মিঠাই ঠিক যেন চুন,
মুখ যে পোড়াতে চাই না !
জানতে চাইলে সত্য বলো না,
কোথায় কিসের মেলা,
ব্লাফগেম জিতি ডাবল্ ব্লাফে,
ভণ্ড ভণ্ড খেলা।
জানতে চাইলে বলবে "জানি না" ,
বাউলি কাটার ছলে,
আমার জার্সি তোমার গায়ে,
তুমি অন্য দলে।