সন্ধ্যার পর, ঘর ছেড়ে পাড়া,
মোড়ে আসি পাড়া ধরে,
সন্ধ্যার অবসরে।
দুধ চা র সাথে গরম পুরি
আমায় তাড়া করে,
আসি সারাদিন পরে।
আসি চুপচাপ, থাকি চুপচাপ,
চুপচাপ সব খাই,
শোরোগোল শুনে যাই।
যুক্তি, তর্ক, কলহ, আবেগ
কোন্ টা তোমার চাই?
"এইখানে" সব পাই।