সব ঢেকে ঢুকে রাখলেও নাকি
সবকিছু দেখা যায়,
পেরেশান করে নাচিয়ে বাঁচিয়ে,
ভাজামাছ খায় মাছকে সাজিয়ে,
উল্টে পাল্টে দুইপাশে ফ্রাই,
লাভের বখরা চায়।
আমি ভাবলাম, এভাবে কিভাবে
পুরা ফাঁকা ময়দান,
শয়তান হয়ে শয়তানি করি,
নাজেহাল শয়তান।