অসন্তুষ্টি চাইনা, চাইনা
অমূলক কোন ভয়,
লাল চোখে খোঁড়া যুক্তি মিশিয়ে
সেটাই বানানো হয়।
আয়ুকাল নিয়ে ভাবতে গেলেই
সংকোচ ভর করে,
গ্যারান্টিহীন জীবন দেখি
যাপন ছাড়াই মরে।
অসন্তষ্টি, অমূলক ভয়,
ঝেঁটিয়ে পিটিয়ে তাড়াই,
গ্যারান্টি চাই, গ্যারান্টিহীন
জীবন এদের ছাড়াই।