কখন কিভাবে ওটা হয়,
সেটা যার হয় সে জানে,
মাংসপিন্ডে হলেও ব্যথাটা
মনে মনে, প্রাণে প্রাণে।
পরীক্ষাটায় পাশ ফেল নেই,
সাজেশন কেউ বলে না,
যার হয় তাকে গ্র্যাজুয়েট বলি,
আল্ গা পিরিতি চলে না।
গন্ডি, নিক্তি, পাল্লা পাথর
কিছু নাই, এ চরাচরে,
হৃৎপিন্ডকে হৃদয় বলি
গ্র্যাজুয়েশন এর পরে।