গাধাকে দেখিয়ে ঘোড়াকে লুকায়
আমি তো গাধায় খুশি,
দাঁত দেখে, দাঁত দেখিয়ে বুঝাই,
আমিও রক্ত চুষি।
মিত্রের আড়ে শত্রু লুকিয়ে,
যা দেয় সেটাই খাই,
বুঝলে বুঝুক চালাকি বুঝিনি,
আমি তো সেটাই চাই!
গনিমত ভেবে কথায় ধুতরা
মধুর সাথে ঢালে,
সেয়ানার সাথে সেয়ানার কথা
দাবার আড়াই চালে।