সারাদিন কত
আসে যায় খায়,
তেলেভাজা, বলে ঘিয়ে;
আমার ওপর দিয়ে।
ভাঙা-গড়া খেলা চলছে, চলবে,
নানা কথা লোকে বলছে, বলবে,
স্টেডিয়াম ছাড়া খেলা,
আমার সারাবেলা।
শুয়ে বসে কেউ, কেউবা ঘুমিয়ে,
পসরার মেলা, দামটা কমিয়ে,
সবাই আমার সাথে,
সকাল,দুপুর, রাতে।
ভিক্ষুক বলো, বলো গৃহহীন,
কেউ রাখে নাই যাকে,
কুকুর, বিড়াল রাস্তার সব,
আমার কোলেই থাকে।
আমার বুকেই খেয়ে পরে দেখি,
আমাকে শেখায় জাত,
কিচ্ছু বলি না বসুন্ধরার,
আমি সেই ফুটপাথ।