হয়‌তো ভাব‌ছো প্রলাপ বক‌ছি,
গরী‌বের ঘোড়া‌রোগ,
ক‌ষ্টে কেষ্ট, সবু‌রের মেওয়া,
বিত্তবা‌নের ভোগ।
হয়‌তো ভাব‌ছো প্রলাপ বক‌ছি,
একথা কি ক‌রে কই?
সব সব সব, সব দেখা শেষ,
এবার বিধাতা হই।


   উৎসর্গ : সম্মা‌নিত ক‌বি সুমন চৌধুরী।