ঊনষাট নি‌য়ে কিচ্ছু ভে‌বো না,
ওটা আ‌ছে, ওটা থাক‌বে,
তলাহীন ক‌রে যা‌বেনা কোথাও,
তলাটা ধ‌রে সে রাখ‌বে।

যা তা‌রে দি‌য়ে‌ছো,
যা কেড়ে নি‌য়ে‌ছো,
তা কি তার চে‌য়ে দামী ?
"দাবা‌য়ে রাখ‌তে
পারবা না" জে‌নো,
ঊনষাট মা‌নে আ‌মি।