নীরবতা দেখে ভাবতেই পারো,
চুপচাপ, সব ঠান্ডা,
স্পিকটি নটেই গলা কাটে কেউ,
চুপচাপ সম্মানটা।
নীরবতা শুনে ভাবতেই পারো,
চুপচাপ, সব ঠান্ডা,
চুপচাপ মারে মাথায় ডান্ডা,
মলে যায় চুপে কানটা।
নীরবতা বুঝে ভাবতেই পারো,
চুপচাপ, সব ঠান্ডা,
বুঝতে, বুঝতে, বোঝার আগেই,
নীরবে খোয়াই প্রাণটা।
দেখার, শোনার, বোঝার ফাঁকেই,
রটে বা রটেনা কথা,
আওয়াজ, আগুন, উষ্ণতা দিয়ে
ভেঙে ফেলো নীরবতা।