দৈ আর কেউ, আমি যা পাচ্ছি,
একটি নিখাদ ঘোল,
মাংস পাবো না, পাবো আলু সাথে,
ঐ মাংসের ঝোল।
শেষ বলে খাওয়া ছক্কার স্মৃতি,
এক্সট্রা টাইমে গোল,
কম্পন ছাড়া ভূমির ওপরে,
অচেনা অজানা দোল।
আমার মতো বা আমার মতো না,
মার খাওয়া সব জানি,
ব্যর্থতাদের বেটে গুলে খেয়ে
আমরা দুনিয়া টানি।