ঘন্টার কথা ঘড়ি কয়, দিন,
ক্যালেন্ডারে লেখা,
চাও বা না চাও ; নাচাও, নাচি,
চারদিক থেকে শেখা।
উত্তরণটা কাঙ্খিত হলে,
বলতাম,"ধার ধারি না",
সব ছিঁড়ে খুঁড়ে বের হতে মন,
চাইলেও আমি পারি না।
প্রস্তুত নই, সঙ্গোপনে,
এখনো আঁটছি ছক,
মন ভোলাবার হাসি চোখে মুখে,
ঠোঁটে, "ঈদ মোবারক"।