তারা বু‌ঝে গে‌ছে,
আজ শেষ রাত,
কাল সকা‌লেই সব শেষ,
সিঁ‌ড়ি‌কোঠাগু‌লো,
আহাজা‌রি ভরা,
বা‌ড়ি বা‌ড়ি খু‌শি এক দেশ।
কা‌মি‌জের ওপর,
শেরওয়া‌নি দি‌য়ে,
আত‌রে আদব আ‌নি,
একটু প‌রেই
ঈ‌দের নামাজ,
তারপ‌রে কোরবানি।