একমুখী ত্যাগ, ত্যাগ নয়, ওটা
চাপিয়ে দেয়ার অন্য নাম,
ক্রমাগত কেউ ভোগ করে গেলে
চাপ খেয়ে কেউ দিচ্ছে দাম।
চাঁদরাতে এই শুষ্ক কথায়,
ভোগীর চিড়া তো ভিজবে না,
আগুন লাগিয়ে ভোগীকে ভিজালে,
তখন চিড়া সে খুঁজবে না।
ক্ষয় ক্ষতি কতো, গুনতে গুনতে
সুবেহ্ সাদিক এর সময় হয়,
এইভাবে ঈদ, মোবারক হলে,
ত্যাগী ভোগী আর বিভেদ রয় ?