তন্ন তন্ন বাক্স পেট্ রা,
মানিব্যাগ যতগুলি,
বালিশের তল্, খাটের কিনারা,
আঁচল গিট্টু খুলি।
"কবে যাবি তুই, যাস্ না কেন",
বিড়বিড় করি গালি,
একত্রিশে মাস, ঊনত্রিশ যায়,
হাত তো কবেই খালি!
পরে ভেবে ভেবে হয়রান হই,
এইভাবে কেন মরি?
টাকার অভাবে আমার আয়ুকে
আমিই ছাঁটাই করি!