ভোর পাঁচটায় ভোর দেখিনি,
দেখতে চাইনি বলে,
কাকডাকা ভোরে লোকমুখে শুনি
নাকডাকা ঘুম চলে।
টিটকারি ছিল "জমিদার" নামে,
ঘুমকে দিলাম ছুটি,
জমিদারী শেষ, এখন ভোরে
কাকের আগেই উঠি।
আগে ছিল দিন, এখন তখন,
রাতকে রঙিন লাগতো,
শয়তান ছিল ওয়েটিং রুমে,
জলসায় ভিড় থাকতো।
এখন গতরে ভোরের বাতাস,
নজরুল-ভাব জাগে,
দুপুরের পরে সব কাজ শেষে,
দিনটা লম্বা লাগে।