টাকা ভরে নাই, কোম্পানি তাই,
ফোনকে খেলনা বানায়,
খেলনা পাওয়ায়, সেয়ানা গ্রাহক,
"বিরাট শিশু"কে আনায়।
মাইকের বাঘ রিক্সা চড়ে,
হাকিম, হুকুম বাঁকবে না,
আজ জুটে যায় "দুঃখপ্রকাশ",
কাল বিদ্যুৎ থাকবে না।
রাশিফল বলে, "হতে পারে প্রেম",
বৃষ্টি আসার কি দরকার ?
বেঞ্চির সাথে প্রেম হয়ে যায়,
একঘুমে দিন পার্কে পার।