অমূল্যপ্রায় কথার জগতে
কথা হয় ভেবে চিন্তে,
যেখানে কথার কোন দাম নেই,
চলো যাই কথা কিনতে।
ভোটের দিনে আমার পক্ষে
সস্তা কথাকে খাটাবো,
গণমানুষের "ম্যান্ডেট" নিয়ে
গদ্দিতে পাছা আঁটাবো।
সস্তা কথারা পাল্টাক, তবে
ভোটাভোটি শেষ, জানো তো?
ভালো না খারাপ, ওটা পরে, আমি
গণতান্ত্রিক; মানো তো?