অমুকের নাকি অনেক ক্ষমতা,
তমুক তালতো ভাই,
ঘোড়া ডিঙ্গিয়ে বিলক্ষণ সে,
সব খাবে টের পাই।
জন্ম থেকেই এভাবে জ্বলছি,
ভাবছি পাশ কাটাই,
ঘসাঘসি করে আগুন জ্বালিয়ে,
নিলাম ঘুড়ি নাটাই :
জানতে চাইনা জাত পরিচয়,
কার শালা, দুলাভাই,
লাইনে যখন দাঁড়িয়েছো, লাইন,
ঠিক্ ঠাক্ রাখা চাই।