কিভাবে কখন ঘুমটা ভাঙ্গলো,
পারলে সেটাও লিখি,
রূপকথা শেষ "মধুরেণ" দিয়ে, শেখায়,
আমিও শিখি।
টুথপেস্ট হাসি ফেসবুকে দিয়ে,
ইনস্টায় খুঁটিনাটি,
টিক্ টকে হই গোপাল ভাঁড়, আর,
টুইটারে জ্ঞান বাটি।
সাফল্য চায় পরতে পরতে,
ফেলটুস্ কেউ চায় না,
আমি তুই তাই অন্যজগতে,
এখানে ঠিক মানায় না।
কান্না এখানে বিক্রি হয় না,
পুকুরে বানাই ঢেউ,
কাউকে বলি না আমার দুঃখ,
শুনতে চায় না কেউ।
সারাদিন তোর, যা ভাবি লিখি তা,
মিথ্যা লিখতে শিখি না,
রোজনামচায় শুধু আমি তুই,
এ ছাড়া কিচ্ছু লিখি না।