তোমার ভাবনা পড়তে পারিনা,
চক্কর শত শত,
বাউল বাতাসে পাক্ খাওয়া খাওয়া,
আউলা ঘুড়ির মতো।
ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার আগেও
বুকটা চিতিয়ে চলতাম,
মানতাম তাই জোর গলা করে
তোমায় বুঝি তা বলতাম।
এতো বড় ভুল, ভুলতে চেয়েছি,
লিখতে চাইনি, লিখলাম,
বেকুবের নাকি কলিজাটা বড়ো,
কাফফারা দিয়ে শিখলাম।