কত শ্বাস লাগে একটা দুঃখ
ফু দিয়ে আকাশে ওড়াতে,
কত রাগ লাগে দৌড়ের মাঠে
দৌড়ায় সব, খোঁড়াতে ;
কত জোর লাগে পরনারী থেকে
স্বামী তো ছুটে না, ছোটাতে,
কত রঙ লাগে সাদা ক্যানভাসে,
হাসি নাই, হাসি ফোটাতে ;
কত বাঁশ লাগে একটা দৈত্য,
কিলিয়ে কাঁঠাল পাকাতে,
হিম্মত লাগে যা কেউ রাখেনি,
তেমন কথাটা রাখাতে।