কিছু মোচনীয়, বাকিরা মোছে না,
দাগ চাস সব মুছতে,
তাড়া খেয়ে করি ক্লিনার যোগাড়,
দেরী হয়েছিল বুঝতে।
মনে হয় আজ ক্ষেপেছিলি খুব,
হয়েছিলি বড়ো ধারালো,
ছিপি খুলে ফেলে তরল পানীয়,
সব টগ্ বগ্ হারালো।
না ক্ষেপার মতো ক্ষেপলে কি করে,
ক্ষেপেছিস বল্ বুঝবো?
কোন্ কোন্ দাগ রাখবো, ক্লিনারে
ডলে ডলে কি কি মুছবো?