বাংলোটা ছিল দুই তলা, তার
দো'তলায় আমি থাকতাম,
ভূত বাংলোর বদনাম আমি
যুক্তি খাটিয়ে ঢাকতাম।
একদিন ঐ বাংলোর সাথে
আমার জুটিটা টুটলো,
মুক্ত বাজার অর্থনীতির
বহু বহুতল ফুটলো।
এটাই আমার নতুন ঠিকানা,
দেখতে গেলাম তাই,
ভূতের অদল বদলে দেখি
দৈত্য নিয়েছে ঠাঁই।