পঙ্খিরাজ এর পেছনে পঙ্খি
কোমর জড়িয়ে বসতো,
ভালোবাসি, ভালোবাসতাম, আমি,
ভাবতাম ভালোবাসতো।
বাদাম বকুলে ক্ষণিক মুগ্ধ,
প্রেম ট্রেম কিছু হয় না,
পঙ্খি উড়লো, পঙ্খিরাজ এর
কলিজা ফাটলো, কয় না।
মধুমাখা কোন কথা নয়, শুধু
তেল খায় চরকায়,
পঙ্খিরাজ এর বাহক এখন
ডাকের অপেক্ষায়।