ইচ্ছে করেই চশমা ছাড়া
হাঁটার ইচ্ছা জাগে,
স্বচ্ছ দেখি না, ঘোলা লাগে সব,
ঘোলাই ভালো লাগে।
ইচ্ছে করেই কানে তুলো দেই,
শুনতে খারাপ লাগে না,
অনেক শুনেছি, এখন আর কিছু,
শোনার ইচ্ছা জাগে না।
ইচ্ছে করেই মৌনব্রত,
ফিসফিস, কানাকানি না,
"চোরা না শোনে ধর্মের বাণী",
বলার কি আছে জানি না।