প্রজাপতি নাচ
জানতাম আগে,
বাউলি কেটে পালাতাম,
প্রতিপক্ষকে
ভেতরে বাইরে
আঁচড় কেটে জ্বালাতাম।
এখন আর ওটা
পারিনা কারণ,
বয়স, ওজন বেড়েছে,
পড়ে মার খাই,
ব্যথারা গায়েতে
নিজের আসন গেড়েছে।
প্রজাপতি ওড়ে,
আমি থাকি পড়ে,
ভাল্লুক পথ ধরে,
থাবা দিয়ে ধরা-
-শায়ী করে বাঁচি,
আঘাত হজম করে।