আনডেড নই, উদ্ভট নই,
জম্বিও নই, মরেছি,
সিস্টেম মেনে, সিস্টেম ফেলে,
অভ্যাস নাই, করেছি।
কিছু বের হয় কফ আকারে,
বাকিটা নাকের সর্দি,
ফুসফুস নাকি এখন তখন,
রাঙানো চোখের বর্দি।
সমঝোতা করে মরে বেঁচে আছি,
বর্দি কিসব বলছে !
রাঙানো চোখের সবকিছু তবু
সিস্টেম মেনে চলছে।