কবিতাগ্রন্থ : রিমাইন্ডারস্
- ফারহাত আহমেদ
কবি : ফারহাত আহমেদ
কবিতা সংখ্যা : ৪০
প্রসঙ্গ :
এই কাব্য গ্রন্থটি চল্লিশটি কবিতা তথা রিমাইন্ডার নিয়ে লেখা। এই চল্লিশ এর আশ্রয়ে আছে আরো অনেক না বলা কথা, যা স্মরণে থাকলেও থাকে না প্রয়োগে, থাকে না ধ্যানে , থাকে না এষণায়, গবেষণায়। তারই কয়েকটি একটু রিমাইন্ড করলাম। অনুজপ্রতিম সদ্য প্রয়াত কবি দেওয়ান লালন আহমেদ (পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ) এর কারণেই আমি সন্ধান পেয়েছি এক রঙা এক ঘুড়ি র, চিনেছি নীলসাধু কে, সংযুক্ত হয়েছি বাংলা কবিতা ডট কম এ এবং আরো অনেক বলা না বলা "সৃষ্টি সুখের উল্লাসে"। "রিমাইন্ডারস্" লালন এর জন্যই।
ফারহাত আহমেদ
মিরপুর DOHS, ঢাকা।
মূল্য : ২৬৫/=
উৎসর্গ : দেওয়ান লালন আহমেদ
প্রকাশ : ফেব্রুয়ারি, ২০২৩
গ্রন্থস্বত্ব : লেখক
প্রকাশক : Neel Sadhu
প্রকাশনী : এক রঙা এক ঘুড়ি
পাওয়া যাবে :
অমর একুশে বইমেলা ২০২৩ এর এক রঙা এক ঘুড়ি
স্টল নং ৮৮
লিংক : https://www.rokomari.com/book/287219/reminders