মিথ্যে বলতে তখনো শিখিনি,
শিখিনি তরল গরল,
দুই যোগ দুই শুধু চার ছিল,
ছিলাম সহজ সরল।
খেলায় ধুলায়, পড়ায় শোনায়
সব ছিল ঠিকঠাক,
নৌকা শুনলো তোর প্রেমে ডুবে
অতল জলের ডাক।
গ্রহান্তরে তখন রকেটে
শুধু আমি, শুধু তুই,
সারা দুনিয়াকে জানাতে চেয়েছি
আমরা এখন দুই।
জানাতে পারিনি, জানাতে চাইলে
কেন হয়ে যেতি ফ্যাকাশে ?
তুই পাখি হয়ে উড়াল দিলি,
টাটা বাই বাই আকাশে।
মানুষ আর নাই মিথ্যা কেন,
এখন আমি সব পারি,
এয়ারগানের গুলিতে গুলিতে
পাখি তাক্ করে মারি।