‌শোকাতুর কোন প্রিয়জন হ‌লে,
পা‌রি‌নি পার‌লে ভাগতাম,
বেকু‌বের ম‌তো মুখ ভার ক‌রে
চুপচাপ পা‌শে থাকতাম।
ঐসব দিন এখন আর নাই,
তাড়া ক‌রে শোক খুঁ‌জি,
ভিখারী হ‌য়ে‌ছি, ছিলাম রাজা,
আ‌মি আজ শোক বু‌ঝি।