এটা ওটা সেটা খুঁজেছি, খুঁজছি
তন্ন তন্ন করে,
সবকিছু ঠিক সবার জন্য, করে সে
কি করে মরে !
বোঝাই বোঝে না, মানে না, শোনে না,
অসহায়বোধ করি,
সব বাঁচে দেয়া সৌরভে তার, আমি
তিলে তিলে মরি।
মহামানবের ভূত নিয়ে ঘাড়ে
অকাতরে চলে দান,
আত্মঘাতকে শিল্প বানায়
আমার আতরজান।