অ‌ন্যের হা‌সি ভা‌লো লা‌গে, জে‌নো
আমার স্বপ্ন পু‌ড়ে‌ছে,
কুকুর বা‌নি‌য়ে "আহা উহু" ক‌রে  
"নেক্সট টাইম" মু‌খে ছুঁড়ে‌ছে।
কে কত পা‌নি‌তে সব জা‌নি আ‌মি
কিন্তু বে‌চে‌ছি দেশটা,
এই ধারণায়, সেই ধারণায়
তারা সাধু , আ‌মি কেষ্টা।
বাচাল বেলুন তে‌রো হাত হ‌য়ে
কাকুড় কাকুড় খেল‌ছে,
কাক যতসব ময়ুর হ‌য়েছে,
নকল পেখম মেল‌ছে।
ফুটা‌বো না তোর বেলুন তবুও,
পিন দে‌খে ভয় পা‌চ্ছিস?
বুক পে‌তে পি‌ঠে তিন‌শো র  প‌রে
চ‌ব্বিশ নয় ছা‌ব্বিশ।



দ.বি. ৩২৪ : ধারা‌লো অস্ত্র দি‌য়ে আঘাত

দ.বি. ৩২৬ : ধারা‌লো অস্ত্র দি‌য়ে গুরুতর আঘাত